এই বিলটি খুই পরিচিত একটি বিল এই কিশোরগঞ্জ জেলার জন্য এই বিলের মাছ খেতে খুবই সুসাধু। এই বিলের মাছ বেশি দামে বিক্রি হয়ে থাকে।এখানে রয়েছে প্রাকৃতি নৈসরর্গ। এই বিলে হাত বাইতে পারেনা কেউ কারণ এ খানে পলির পরিমাণ এত বেশি যে লোকজন নামলে হাটা আর সম্ভব হয় না দেবে যেথে থাকে।এখানে প্রাকৃতি উপায়ে মাছ চাষ করা হয় সরকারী এবং বেসরকারী সুবিধা মাধ্যমে।এই বিলে বিভিন্ন ধরণের জলফল হয়। যেমন, শাপলা, শালুক, সিংড়া, পদ্ধ ইত্যাদি।এই বিলে অনেক পুরাতন মাছ আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস