স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বর্তমানে ৫ বছর (২০১১-১৬ সাল) মেয়াদী একটি উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন করছে। এই কর্মসূচীর নাম "স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচী ২০১১-১৬"। ইংরেজীতে "HPNSDP 2011-16"। মোট ৩২টি অপারেশনাল প্লানের মাধ্যমে এই কর্মসূচী বাস্তবায়ন করা হবে। এই কর্মসূচীর জন্য রয়েছে একটি কৌশল পত্র এবং এবং একটি কর্মসূচী বাস্তবায়ন পরিকল্পনা। এ দু'টি ডকুমেন্নীট কর্মসূচীটি বুঝতে সাহায্য করবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস