হোসেন্দী ইউনিয়নের জমিগুলোতে প্রায় সবধরণের ফসল জন্মে থাকে। এখানে সকল ধরণের রবি ফসল জন্মে থাকে। এখানে মুলা চাষ ভাল হয় কারণ মাঠি নরম হওয়ার কারণে ভাল হয়। এখানে আলো ফসল এর ব্যাপক চাষাবাদ রয়েছে দেশী বিদেশী চালু চাষ হয়ে থাকে। লাউ চাষ এর বহু বাগান করা হয় সিজনাল ভাবে। এখানকার বাড়ীর মহিলারার উঠানে নানা ধরণের সবজির চাষ করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস