Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
নবাগিয়া বিল
Location
নামাপাড়া গ্রাম এর পর থেকে আরম্ভ করে পাবদা, সালুয়াদী খামা, র্যন্ত বিস্তিৃত।
Transportation
পাকু্দিয়া সদর হইতে রিক্সা োগে অথবা অটো যোগে হোসেন্দী বাজার তার পর রিক্স্রা যোগে হোসেন্দী নামাপাড়া।
Details

এই বিলটি খুই পরিচিত একটি বিল এই কিশোরগঞ্জ জেলার জন্য এই বিলের মাছ খেতে খুবই সুসাধু। এই বিলের মাছ বেশি দামে বিক্রি হয়ে থাকে।এখানে রয়েছে প্রাকৃতি নৈসরর্গ। এই বিলে হাত বাইতে পারেনা কেউ কারণ এ খানে পলির পরিমাণ এত বেশি যে লোকজন নামলে হাটা আর সম্ভব হয় না দেবে যেথে থাকে।এখানে প্রাকৃতি উপায়ে মাছ চাষ করা হয় সরকারী এবং বেসরকারী সুবিধা মাধ্যমে।এই বিলে বিভিন্ন ধরণের জলফল হয়। যেমন, শাপলা, শালুক, সিংড়া, পদ্ধ ইত্যাদি।এই বিলে অনেক পুরাতন মাছ আছে।